ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডা. তাসনিম জারার নেতৃত্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাব পেশ করা হয়। জাতীয় নাগরিক কমিটির সংস্কার প্রস্তাব হস্তান্তর শেষে কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, যদি কারো জরুরি অবস্থা হয় বা টাইম ক্রিটিক্যাল অবস্থা হয়, যেমন হৃদ্‌রোগ, স্ট্রোক, তখন দ্রুততম সময়ে কীভাবে সেবা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে চিকিৎসার স্ট্রাকচার কেমন হবে, মেকারিজম কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছে। প্রত্যেকটা রোগীর জন্য ন্যাশনাল ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড তৈরি করার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে কারো পকেটে কত টাকা আছে চিকিৎসার ক্ষেত্রে যেন বাধা না হয়। তার রোগ অনুযায়ী সে চিকিৎসা পাবেন। তার পকেটের টাকা আছে কি-না, সে কৃষক নাকি মন্ত্রী তা দেখা হবে না, তার চিকিৎসা হবে রোগ অনুযায়ী। এটা আমরা স্বপ্ন দেখি। ডা. তাসনিম জারা বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা কীভাবে বিশ্বমানের হতে পারে, কীভাবে ইনফা স্ট্রাকচার তৈরি হবে, বায়ু ব্যাংক পড়া, সে ব্যাপার আমার প্রপোজাল দিয়েছি। স্বাস্থ্য আমাদের অধিকার, সুস্বাস্থ্য না থাকলেও কীভাবে আমরা আগাবো? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং যে প্রপোজাল দিয়েছি সেটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা শুরু করেছি। এটা বাস্তব আর না হওয়া পর্যন্ত আমরা সফলভাবে থাকবো।