ঠাকুরগাঁও পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় “পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান” শুরু হয়েছে। “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে গতকাল বুধবার সকালে (৫ ফেব্রুয়ারি ) এই কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মামুন অর রশিদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। কার্যক্রমের আওতায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা হবে। সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণে ঠাকুরগাঁওকে একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।