যশোরের অভয়নগরের একজন সফল নারী উদ্যোক্তা শিপামনি। তিনি তার পাকা একতলা ভবনেই গড়ে তুলেছেন মুরগির ফার্ম, মাশরুম চাষের প্রকল্প আর সেলাই প্রশিক্ষণের কেন্দ্র। তার ধোপাদি গ্রামের বাড়ির ছাদে দুই শতাধিক দেশি মুরগির খামার রয়েছে। তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেশি মুরগির লালন পালন করে থাকেন। প্রতিদিন গড়ে ৫০ টি মুরগি ডিম দেয় যার আনুমানিক বাজার মূল্য বর্তমানে ৬০০ টাকা থেকে সাত শত টাকা। ঔষধ এবং খাদ্য খাতে তার প্রতিদিন ব্যয় আনুমানিক দুইশত টাকা। বাড়তি লাভের সুবিধা থাকায় তিনি এ ফার্মটি গড়ে তুলেছেন কয়েক বছর আগে। ডিম এবং মুরগি বিক্রি করে তিনি তার গোটা সংসার চালান এবং সঞ্চয় করেন। পাশাপাশি গৃহের আঙ্গিনায় তিনি মাশরুম চাষ করছেন। অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ তার এই কাজে সহায়তা দিয়ে যাচ্ছে নিয়মিতভাবে। সিপা মনি তার কাজের মাধ্যমে পারিবারিক পুষ্টির অভাব যেমন দূর করছেন তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অপরদিকে গ্রামের বেকার নিম্নবিত্তের গৃহিণীদের নিয়মিত সেলাই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তিনি তার বাড়িতেই নকশী কাঁথাসহ বিভিন্ন ধরনের ডিজাইনের হাতের কাজ শিখিয়ে থাকেন। গত সোমবার তার কৃষি খামার এবং মাশরুম চাষ জমিনে দেখার জন্য তার বাড়িতে গেলে তিনি জানান, কৃষি কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এবং স্বামীর অনুপ্রেরণায় তিনি বাড়ি বসেই আয়বর্ধনমূলক ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। শিপা মনি কলেজ পড়ুয়া সন্তান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক স্বামী অলিয়ার রহমানের গড়ে তোলা নার্সারিতেও নিয়মিত সহযোগিতা করে থাকেন। নওয়াপাড়া পৌরসভার অধীন ধোপাদি নতুন বাজারে এলাকার বাসিন্দা শিপা মনি একজন আদর্শ গৃহিণী এবং সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত পেয়েছেন।