টাঙ্গাইল শহরের আশেকপুর ১৫ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বুধবার দুপুরে আশেকপুর এলাকায় ৪ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। শীত বস্ত্র পেয়ে রাধা রাণী বলেন, এ বছর আমাদের আশেকপুর এলাকায় কেউ কম্বল দেয় নাই। এই প্রথম ফরহাদ ইকবাল আমাকে একটা কম্বল দিছে। আমি অনেক খুশি কম্বল পেয়ে। কম্বল বিতরণ অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদুত রহমান আসাদতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শহর যুবদলের সাধারণ সম্পাদক এস এম ফজলুল ইসলাম রুবেল প্রমূখ। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও আশেকপুর এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন য্দুলনেতা মীর মাজেদুর রহমান মিশু।