ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে বইমেলায় ডিআরইউ’র স্টল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেন দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি ডিআরইউ’র ৯৬২ নম্বর স্টলের উদ্বোধন করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালকের একান্ত সচিব আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস খান বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের একটি সংগঠন। বাংলা একাডেমির বই মেলায় ডিআরইউ’র অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় কাজ। ডিআরইউ’র সদস্যদের মধ্যে অনেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত আছেন, যাদের বই এবারের মেলায় প্রকাশিত হয়েছে এবং ডিআরইউ স্টলের মাধ্যমে তাদের বই বিক্রীর সুযোগ পাবেন। অনুষ্ঠানে ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, স্থায়ী সদস্য মাসুম মিজান ও বিপ্লব বিশ্বাস উপস্থিত ছিলেন।