বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাকিস্তানের ইসলামাবাদে উপমহাদেশের অন্যতম প্রাচীন ইংরেজি দৈনিক ডন অফিসে পত্রিকাটির সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একদল সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডন অফিসে বাংলাদেশের সাংবাদিকদের স্বাগত জানান পত্রিকাটির ইসলামাবাদ ব্যুরো চীফ ইফতিখার হোসেন। বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সহ-সভাপতি রফিক মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক ফকরুল ইসলাম কাঞ্চনসহ বেশ কয়েকজন সাংবাদিক এই টীমে রয়েছেন।