ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। মঙ্গলবার (৪ মার্চ) এর ভয়াবহতা থেকে রক্ষার জন্য হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। সোমবার (৪ মার্চ) থেকে রাজধানী জাকার্তা ও এর আশপাশের অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত চলছে। যে কারণে জাকার্তা ও তৎসংলগ্ন এলাকায় বন্যার পানির স্তর ৩ মিটার উচ্চতায় পৌঁছেছে। জাকার্তাসহ অন্যান্য অঞ্চলে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর সঙ্গে অন্যান্য শহরের সংযোগকারী কয়েকটি রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া শহরের এক হাজারেরও বেশি বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিভিন্ন এলাকায় বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে যেতে দেখা গেছে। জাকার্তার গভর্নর প্রামোনো আনুং বন্যায় দ্বিতীয় স্তরের সতর্কতা সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছেন। বন্যায় ডুবে যাওয়া বিভিন্ন অঞ্চলের পানি নিষ্কাশনে পাম্প চালু ও আবহাওয়া পরিবর্তন কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেকাসির একটি হাসপাতাল বন্যার পানিতে তলিয়ে গেছে। হাসপাতালের কিছু ওয়ার্ডে পানি ঢুকে পড়ায় রোগীদের অন্যান্য ভবনে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালের অন্যান্য ভবনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিনিধিরা বলেছেন, বেকাসির একটি আবাসিক ভবনে বন্যায় আটকা পড়া বাসিন্দাদের ভোর ৪টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। রাবারের নৌকায় করে বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেন উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা রাজধানী ও এর আশপাশের বিভিন্ন শহরে আগামী ১১ মার্চ পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির প্রধান দ্বিকোরিতা কর্ণওয়াতি বলেছেন, আমাদের সতর্ক হওয়া দরকার… তবে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টিপাত হ্রাস করতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দেশটির সমাজ কল্যাণবিষয়ক মন্ত্রী সাইফুল্লাহ ইউসুফ বলেছেন, ‘‘সরকার অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং খাবার, পোশাক ও ওষুধ বিতরণ শুরু করেছে।’’ বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সরিয়ে স্কুল, মসজিদ ও গির্জায় নেওয়া হচ্ছে। জাকার্তা মেট্রোপলিটন অঞ্চলে ৩ কোটিরও বেশি মানুষের বসবাস রয়েছে। নিচু এলাকায় অবস্থিত জাকার্তায় নিয়মিত বন্যা দেখা দেয়। সূত্র: রয়টার্স।