ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএফএর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফরেস্টার্স এসোসিয়েশনের (বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ মার্চ) বিএফএর আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে যথাক্রমে সভাপতি সরওয়ার জাহান, সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক সুমন। শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা বক্তব্য রাখেন। স্কেল ও পদোন্নতির জন্য আগামী ১ মাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান। বন্দর নগরী চট্রগ্রামে অনুষ্ঠিত বিএফএর বর্ধিত সভা ও ইফতার মাহফিলে কনক বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ ও সদস‍্যের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ফরেস্টার্স এসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়। বর্ধিত সভায় বিএফএর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে ২ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।