ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের ১০ মার্চের পোর্টালে “সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের কাছের লােক পরিচয়ে প্রকল্প পরিচালক নিয়োগ, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প” সম্পর্কে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল বারেক। উক্ত প্রকল্পের সঙ্গে তাকে জড়িয়ে অবান্তর, কাল্পনিক ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।প্রতিবাদে তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রীকে ৫ কোটি টাকা ঘুষ দেওয়ার বিষয়টিও মনগড়া। তার পেশাগত সততা, নিষ্ঠা ও দক্ষতায় কর্তৃপক্ষের সন্তুষ্টি চিত্তে তাকে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এখানে আর্থিক লেনদেনের কোন সুযোগ নেই বলে তিনি দাবি করেন। চাকরি বিধিমালানুযায়ী উক্ত প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজেক্ট ডাইরেক্টর উল্লেখ করেন। সংবাদে প্রকল্পের কাজে অর্থ লোপাটের যে তথ্য উল্লেখ করা হয়েছে তাও সবৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান প্রকল্প পরিচালক আব্দুল বারেক। এছাড়া প্রকল্পের আওতায় বিভিন্ন পৌরসভার জন্য বরাদ্দকৃত কাজের প্রাক্কলন ও দরপত্র অনুমোদন এবং বিল প্রদানের সময় কমিশন আদায়ের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সঠিক নয় এবং প্রকল্পে পরামর্শক নিয়োগের অভিযোগও কাল্পনিক। প্রকাশিত সংবাদটি দেখে তিনি বিস্মিত ও হতবাক। প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করেন, তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সর্বােচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যাবলী সম্পন্ন করেন।প্রকল্প পরিচালক আব্দুল বারেক আরও বলেন কাল্পনিক, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের ফলে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। যা তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।