ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : কৃষিবিদ শামীম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কাছে এ দাবী জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, এ কাজটি করলে ডক্টর ইউনুসের নাম এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুধবার বিকেলে মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ঈদ উপলক্ষে গরীবদের মাঝে শাড়ী-লুঙ্গি বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৫শতাধিক দরিদ্র মানুষের হাতে শাড়ী-লুঙ্গি তুলে দেন। মোংলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।