দেশের ব্যাংকিংখাতের ভিত্তি আরও টেকসই ও শক্তিশালী করতে জরংশ ইধংবফ ঝঁঢ়বৎারংরড়হ (জইঝ) বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাইলট কার্যক্রমের আওতায় ৯-১১ মার্চ তারিখে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আরবিএস বাস্তবায়নে অন সাইট অ্যাসেসমেন্ট করে বাংলাদেশ ব্যাংক। এতে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানসহ সকল ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।