টাঙ্গাইলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোনিয়া ফাউন্ডেশনের স্বত্ব্যাধিকারী সোনিয়া নামে এক মহিলার বিরুদ্ধে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সোনিয়া আস্ট্রেলিয়া নেওয়ার নাম করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশ তো পাঠাইনি উল্টো সেই টাকা ফেরত চাইতে গেলে তার বিরুদ্ধে দি”য়েছে নারী নির্যাতন ও ধর্ষন চেষ্টা মামলা। তার সহযোগী হিসেবে কাজ করছে তারই ভাগনী জান্নাত আক্তার। ইতিমধ্যে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলায় সাজু নামে একজনকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি পাওনাদাররা জানের ভয়ে পালিয়ে বেরা”রাছে। এই সব প্রতারণা মামলা ও সোনিয়া ধারা হয়রানির বিচার দাবী করে মানববন্ধন করে তারা। ভূক্তভোগীরা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই অতি দ্রুত দ্সোনিয়াকে বিচারের আওতায় আনতে। তা না হলে আরো শত শত পরিবার সোনিয়ার দ্বারা প্রতারণার স্বীকার হবে। এই সোনিয়া টাঙ্গাইলের সন্তোষের সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। আমরা সাজুর মুক্তি চাই। সাজুর মত ভাল ছেলেই হয় না সাজু করোটিয়া সাদৎ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, মওলানা আব্দুল হামিদখান ভাসানীর নাতি হাশরত খান ভাসানী, সন্তোষের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনসহ সোনিয়া দ্বারা প্রতারিত পরিবারের সদস্যরা।