ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও পশ্চিমপাড়ায় পরকিয়ার জেরে দুই সন্তানের জননী রুমা আক্তার (৩০) হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা রোকেয়া বেগম (৪৬) বাদী হয়ে রুমার স্বামী দেলোয়ার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে ভুল্লী থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে রুমার সঙ্গে মো: দেলোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে নয় বছর বয়সী মেয়ে মোছা: দোলা আক্তার ও ছয় বছর বয়সী ছেলে রুমান রয়েছে। তবে বিয়ের পর থেকেই দেলোয়ারের পরকীয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই রুমাকে নির্যাতন করতেন দেলোয়ার। গত শুক্রবার (১৫ মার্চ) রাতে রুমা আকস্মিকভাবে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রুমার দেবর জেলি আক্তার বিষয়টি তার মাকে জানান। পরদিন শনিবার (১৬ মার্চ) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ভুট্টা ক্ষেতে রুমার নিথর দেহ পাওয়া যায়। নিহতের পরিবারের দাবি, রুমাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে দেলোয়ার পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং রুমাকে নির্যাতন করতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে তাকে বেদম মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়। ঘটনার পর রুমার স্বামী দেলোয়ার হোসেন (৩৭), তার বাবা হামিদুল ইসলাম (৬০), ভাই জাহাঙ্গীর (৩৫), আব্দুর রাজ্জাক (২৬) এবং সদর উপজেলার আকচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফারুক (২৮)-এর বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে এবং দেলোয়ারের বাবা মো: হামিদুল ইসলাম (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি দেলোয়ারসহ বাকিরা এখনো পলাতক রয়েছে। ভুল্লী থানার ওসি জানান, “আমরা ঘটনার তদন্ত করছি এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।” নিহত রুমার পরিবার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।