অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কনভেনশন সেন্টারে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের অঞ্চল প্রধান ও সব শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও মো. আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ডিএমডি মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিকভারি অ্যান্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা। প্রধান অতিথির বক্তব্যে সিইও মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স, আমদানি ও রফতানি ব্যবসা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।