সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সিরাজগঞ্জ -ঈশ্বরদী রেল পথের উল্লাপাড়া পৌরসভার চর ঘাটিনার ঢালু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতু খাতুন উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড ট্রেকনিক্যাল কলেজের ১০ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভাই-ভাবিদের উপর অভিমান করে পারিবারিক কলহের জের ধরে সোমবার ভোর রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল ৮ টার দিকে সে উল্লাপাড়া পৌর এলাকার চর ঘাটিনা ঢালু নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা করে। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে রিতুর লাশ হস্তান্তর করা হয়েছে।