দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার শেরেকুজ্জামান ও তার এক সহকর্মী ঘুষের অর্থসহ হাতেনাতে আটক হয়েছেন। দুদকের জেলা কার্যালয়ের একটি দল সোমবার (১৭ মার্চ) দুপুরে হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সূত্র জানায়, ওই সরকারি কর্মচারী এক ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণের সময় দুদকের দল তাদের হাতে-নাতে ধরে ফেলে। দুদকের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দুদকের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।