ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে হরিণের মাংসসহ এক চোরা শিকারি করেছে কোস্টগার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে ৫ মন ৫ কেজি (২০৫ কেজি) হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চলে। এ সময় হরিণের ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন বর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানান। তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত এ অভিযান চলে কোস্ট গার্ড পশ্চিম জোনের। মোংলার জয়মনিরঘোল এলাকায় পৃথক তিনটি অভিযানে সুন্দরবন উপকূলের ওই সব এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, দুটি হরিণের চামড়া ও আটটি হরিণের পাসহ এক চোরা শিকারীকে আটক করা হয়। আটক করা হরিণ শিকারি বাবু আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া ও পা কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।