ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুষের টাকাসহ দুদকের হাতে হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শেরেকুজ্জামান এবং অডিটর হান্নানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার (১৭ মার্চ) হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির কাছে ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে দুদকের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরেকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দীর্ঘ দর কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা আগেই পরিশোধ করা হয়েছিল। অবশিষ্ট ৫ হাজার টাকা দিতে গেলে দুদকের দল উৎ পেতে থেকে তাদের হাতেনাতে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, শেরেকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তারা ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন। এছাড়া যেকোনো হিসাব সংক্রান্ত কাজের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা ঘুষ দাবি করতেন। ফলে চাকরিজীবনের শেষ প্রান্তে এসে ভুক্তভোগীরা চরম দুর্ভোগের শিকার হতেন। দুদকের জেলা কার্যালয়ের একটি দল দীর্ঘদিন নজরদারির পর এই অভিযানে নামে। আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা দুদকের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।