ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রামপালে জমি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

রামপালে জোরপূর্বক নিরীহ সংখ্যালঘুর জমি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে ভুক্তভোগী নারায়ণ চন্দ্র রায় ও তার বোন রিনা রায় গত ১৩ মার্চ রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত ওই অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারি গ্রামের মৃত. দ্বিদল কৃষ্ণ রায়ের সন্তানেরা শান্তিপূর্ণভাবে দীর্ঘকাল যাবত ওই জমিতে বসবাস করে আসছেন। সেখানে বসতি বাড়ি, গাছপালা, মৎস্য ঘেরসহ নানা স্থাপনা রয়েছে। ওই জমি দাবি করে কাঠামারি গ্রামের মোঃ এনামুল শেখ, ইমন শেখ, সোনিয়া বেগম, নাছিমা বেগম, আশরাফ আলী, ঝনঝনিয়ার মোঃ আলমগীর হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার ও মোংলার শামীম শেখ মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে তারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জমি দখল নিতে বিভিন্ন সময় হামলা মামলা, হুমকিসহ নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘায়েল করে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। জমি বিরোধকে কেন্দ্র করে বিবাদীগণ গত ১৫/০৩/২০১৫ তারিখে বাগেরহাটের সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন যার নং- ৩৪/১৫। অথচ ওই মামলা নিষ্পত্তি না করেই উল্টো বাহুবলে সম্পত্তি জবরদখল নিতে মরিয়া হয়ে উঠেছে। মামলার জবানবন্দিতে উল্লেখ করেন যে, তারা নালিশির ওই জমি ভোগদখল করেন না। অথচ দখল নিতে মরিয়া। অভিযোগ রয়েছে সরকার পরিবর্তনের ফলে তারা ধরাকে সরা জ্ঞান করছে না। অভিযোগে আরো উল্লেখ করেন যে, বিবাদীগণ দিনের বেলায় মহিলা ও পুরুষ মিলে উক্ত জমিতে ঘেরাবেড়া দেওয়া ও মাটি কাটার কাজ করিতেছে এবং রাতের বেলায় দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। অভিযোগের বিষয়ে এনামুল শেখ ও ইমন শেখ জানান, আমরা ক্রয়কৃত জমিতে বসবাস করছি। অন্যদের জমি দখল নিতে চেষ্টা চালাচ্ছি এটা ঠিক না। বরং আমরা জমি কিনে ভোগদখল করতে পারছি না। তবে দেওয়ানী মামলা নিষ্পত্তি না করে জমি দখল নেওয়া যায় কি না এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেন নি তারা। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের জানান, জোরপূর্বক নিরীহ সংখ্যালঘুর জমি দখল নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু আদালতে একটি মামলা চলমান রয়েছে সেখানে পুলিশের কিছু করার নেই। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহাবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।