১৭ মার্চ ২০২৫ বিকাল ৪ টায় রাজধানীর নয়াপল্টনস্থ সাঙ্গিলা হোটেলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-জিসপ এর উদোগ্যে জিসপের সকল জেলা ও মহানগরের নেতাকর্মীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা চেয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জিসপের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ আর ফিরে আসতে পারে বলে আমি মনে করি না জনগণ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এসময় তিনি আরও বলেন বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই। তিনি দেশবাসীর কাছে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া প্রর্থনা করেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বরাবরই আপসহীন তাঁদের রাজনীতি ও আদর্শ বুকে ধারণ করলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারবো। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে এবং জিসপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. মো: কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, জিসপ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শামীমা বরকত লাকি,জাতীয়তাবাদী মৎসজীবি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমমান কাদের চৌধুরী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ। জিসপের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্যে দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।