যশোরের কেশবপুরে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা জামায়াতের আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সোমবার বিকেল অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েব আমির মাওঃ মোঃ হাবিবুর রহমান। কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস। উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাওঃ তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও আব্দুস সাত্তার, বিএনপি নেতা অধ্যাপক আলা উদ্দিন আলা, কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বোরহান উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা সম্রাট হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, এম আব্দুল করিম, মেহেদী হাসান জাহিদ, আবদুল মমিন, বিল্লাহ হোসেন, আলমগীর হোসেন, সুশান্ত মল্লিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তীবৃন্দ উপস্থিত ছিলেন।