ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় সততা প্রেসের সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন সরকার হঠাৎ বিদ্যুৎ খুঁটির কাছে পড়ে যায় দেখা যায় একটি ছেঁড়া তারের সংস্পর্শে ছিল সে। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকে ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের বেহাল অবস্থা দেখা যায় এবং অনেক সংস্কার করা দরকার। তারা সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।