ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী মধ্যপাড়া মহাসড়কের বেহাল অবস্থা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী উপজেলার মহেশপুর মোড় ও রেল গুমটি থেকে রুহুল আমিন অটো রাইচ মিল পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ এই দুটি স্থানের রাস্তা পূর্ণ নির্মান না করায় শত শত যানবাহন ঝুকির মধ্যে চলাচল করছে। মহেশপুর মোড়ে বড়বড় গর্ত হয়ে গেছে তার মধ্য দিয়ে দূরপাল্লার যানবাহনগুলি চলাচল করছে। অপর দিকে ফুলবাড়ী রেলগুমটি থেকে রুহুল আমিন অটো রাইচ মিলের রাস্তাটি প্রায় চার বছর ধরে মেরামতের অভাবে ভেঙ্গে যাচ্ছে। বর্ষাকাল এলে এই দুই স্থানের রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুকির মধ্যে থাকে মাঝে মধ্যে দূর্ঘটনাও ঘটছে। সড়ক ও জনপদ বিভাগ গত ০৩ বছর আগে ইট বিছিয়ে রাস্তাটি মেরামত করলেও রাস্তা থেকে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। মিঠাপুকুর থেকে মধ্যপাড়া হয়ে রাস্তাটি ফুলবাড়ীতে অতিক্রম করেছে। এই রাস্তাটি দিয়ে মধ্যপাড়া পাথরখনি থেকে প্রতিদিন প্রায় ১ হাজার পাথর বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। কবে নাগাত সড়ক জনপদের এই রাস্তাটি মেরামত করা হবে তা কেউ জানে না। বর্ষার আগেই রাস্তাটি মেরামত করা অতিজরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক মহল ও ব্যবসায়ী মহল, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, টেম্প মালিক সমিতি সহ সকল স্তরের সুধিজন দ্রুত পদক্ষেপ নিতে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।