বাগেরহাটের শরণখোলায় ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ পেতে নিজেই প্রাণ হারিয়েছেন মো. আলম শেখ। বুধবার (১৯ মার্চ) সকালে ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাছের ঘেরে সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ করেছিলেন আলম শেখ। ইঁদুরের উৎপাত ঠেকাতে ক্ষেতের চারপাশে লোহার গুনায় বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন তিনি। সকালে ক্ষেত দেখতে গিয়ে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিদ্যুতের অপব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে কৃষকদের আরও সচেতন করা হবে। শরণখোলা থানার ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।