আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠের বাসিন্দা ৮ বছরের কন্যা শিশুকে পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে ডেকে নেয় আলী মোল্লা নামের এক যুবক। যা তখন দেখে ফেলেন ওই শিশুটির সাথের সহপাঠীরা। তারা এসে শিশুর পরিবারকে জানালে তাৎক্ষণিক এলাকাবাসী ও পরিবারের লোকজন ও যুবককে হাতেনাতে ধরে ফেলেন ও কন্যা শিশুকে উদ্ধার করে। যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ধর্ষণ চেষ্টাকারী একজন মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর। তার মূল বাড়ি খুলনায় এ ঘটনার বর্ণনা দিয়েছেন স্থানীয়রা। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।