অতঃপর জুলাই-আগস্টে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে গ্রিনরোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সামনে এই ইফতার বিতরণ করা হয়।
অতঃপর গ্রিনরোডের পালমার্স ক্যাফেতে দোয়া ও ইফতার এর আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সংগ্রামী সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাসান। সভাপতি মোঃ রিয়াজ হাসান বলেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রানের স্পন্দন জনাব তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ফ্যাসিবাদ পতন আন্দোলন থেকে জুলাই-আগস্ট আন্দোলনে বুক চিতিয়ে সম্মুখ ভাগে লড়াই করেছে। ভবিষ্যতেও আমরা জীবন বাজি রেখে গনতন্ত্র ও সার্বভৌমত্ত রক্ষায় জনাব তারেক রহমান এর ডাকে যে কোন পদক্ষেপে নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক হিমেল, সহ-সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রায়হান ঢালী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর বিপ্লবী সাধারণ-সম্পাদক রাফিদ সরদার, সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান, সাংগঠনিক সম্পাদক সাদী মাহদী আব্দুল কাহহার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ওয়ন কুয়াশা, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক আরিফুর রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদলের নেতা ওয়াশিম কবির খান, ইশরাক, আশ্রাফ রাফি, সাইফুল ইসলাম, তৌসিফ, আশিকুর রহমান, আদনান প্রমুখ সহ সাবেক ও বর্তমান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী।