ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ পালনে গিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ হিনার

বিনোদন ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থাতেই তিনি চলে গেছেন ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা শরিফে। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিতে হিনাকে দেখা যায়, সবুজ বোরখা ও সানগ্লাসে। এরপর আরও অনেকগুলো ছবি শেয়ার করেন তিনি। তবে একটি ছবিতে অভিনেত্রীকে মসজিদের মেঝেতে বসে নামাজ পড়তে দেখা গিয়েছে। এমন একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ আপনার পবিত্র এই ঘরে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। ওমরাহ ২০২৫।’ এই সফরে হিনার সঙ্গে তার ভাইকেও দেখা যায়। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে, অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যান্সারের ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তিনি ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন।
রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এ তাকে দেখা গিয়েছে। এরপর নাটক ‘গৃহ লক্ষ্মী’র শুটিং শেষ করার পর হিনার এই রোগ ধরা পড়ে।