ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলার সোনাতলাগ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের তজু মিয়ার গেট এলাকার থেকে ২০ ফুট লম্বা এক অজগর উদ্ধার করেছে বিটিরাটি সদস্যরা। ২১ মার্চ বিকালে সোনাতলা গ্রামের আবুল কালাম মুন্সির স্ত্রীর মমরিয়ম বেগমের বাড়ির কাছাকাছি এলাকা থেকে উদ্ধার করে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শরনখোলা উপজেলা গ্রামের আবুল কালাম মুন্সির স্ত্রীর মরিয়ম বেগমের একটি ছাগল বিকেলের দিকে খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশে ঝোপঝাড়ের কাছে যায়। সেখানে হঠাৎ ঝোপের মধ্যে অজগর সাপ টিকে ছাগল জড়িয়ে রাখতে দেখে এলাকাবাসীর খবর দেয়। পরে এলাকাবাসী বিটিআরটি টিম লিডার খলিলুর রহমানকে খবর দেয়। তার নেতৃত্বে ৪/৫ জনে একটি দল ঝোপের মধ্যে থেকে বিকাল ৫ টার দিকে অজগরটি উদ্ধার করে। কিন্তু ততক্ষণে ছাগলটি মেরে ফেলে অজগরটি। পূর্ব সুন্দরবনের শরলখোলা স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ভিটিআরটি টিম লিডার খলিলুর রহমান নেতৃত্বে সোনাতলা গ্রামের তজু মিয়ার গেটে এলাকা থেকে বিশাল আকৃতির এ অজগর সাপটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। তারা সন্ধ্যায় শরণখোলা স্টেশন সংলগ্ন বনে সাপটি অবমুক্ত করেছেন।