রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, জেলে নিমাই হালদার ও তার সঙ্গীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলেন। এ সময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন।