ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়িলি হামল ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে কেশবপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর কেশবপুরের স্থানীয় পাবলিক ময়দানে তৌহিদী আমজনতার ওই গণমিছিলে নারায়ে তাকবীর আল্লাহ আকবার, ফিলিস্তিনি ভাইদের পাশে আমরা আছি এক সাথে, জুলুম নিপিড়ন রুখে দাঁড়াও ন্যায়ের পতাকা উড়াওসহ ইসরায়েলি বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বিশাল গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক ময়দানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আইনজীবী এডভোকেট ও জিয়ার রহমানের সঞ্চালনায় পাবলিক ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহ, কৃষিবিদ মাওলানা মোহাম্মদ তাজাম্মুল হোসেন, আবদুল মান্নান প্রমুখ। সমাবেশে বক্তারা ইসরায়েলের সকল পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনি নিরস্ত্র মুসলমানদের উপর ইসরাইলের হামলা নৃশংস হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানানোর জোর দাবি জানান।