ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

মনপুরা (ভোলা) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদের স্পেশাল ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ দলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রোববার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ওই ইউনিয়ন পরিষদে দুই ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে ও ৩ দলের নেতাদের সাথে বৈঠকের পর ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মীরা হলেন, নোমান, মহিউদ্দিন, মাহিন, রাসেদ, আব্বাস ও কাউসার। অপরদিকে বিএনপির আহত কর্মীরা হলেন, মামুন, এরশাদ, আব্বাস, সহিজল ও মিল্লাদ। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ঘটনা ও আহত সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদে প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ করছিল। পরে একতরফা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ওই চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা একসাথে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে ঘন্টাব্যাপি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ দলের ১৫ জন কর্মী আহত হয়। পরে খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিত শান্ত হয়। পরে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সমঝোতা বৈঠকের পর চাল বিতরণ শুরু হয়। এই ব্যাপারে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি এনায়েত উল্লা জানান, প্রত্যেক বছর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দলের অসহায় নেতা-কর্মীদের চাল পেতে। কিন্তু এই বছর আমাদের অসহায় নেতাকর্মীদের চাল না দিয়ে একতরফা বিএনপির নেতাকর্মীরা চাল দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করি। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে প্রতিবাদ করতে আসলে বিএনপির নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করে আহত করে। এই ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. আবু সুফিয়ান অভিযোগ করে জানান, একতরফাভাবে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপির নেতা মোশারেফ, সামসু ও ফিরোজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হয়। এই ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারেফ জানান, আমি হামলা করেনি বরং গোলমাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, চাল বিতরণ নিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থানের পর পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। চাল বিতরণ কার্যক্রম চলছে। উপজেলায় ৩ দলের নেতাদের সাথে বসে সমস্যার সমাধান করা হবে।