ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সমন্বয়ক ও সাংবাদিকসহ ৫ জন ১ দিনের রিমান্ডে

খুলনা ব্যুরো
মার্চ ২৩, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু এবং জাতীয় নাগরিক কমিটি (জানাক) সোনাডাঙ্গা থানা শাখার নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৩ মার্চ) আদালতে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে খুলনার সিএমএম আদালত- ২ এর বিচারক মো: আল আমিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কেএমপির সূত্রে জানা যায়, জনৈক নূরে আলম মোল্লা নামে এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ভাড়া বাসা হতে গত ২১ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার রাত অনুমান ১১.৩০ ঘটিকায় অপহরণ করে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানাধীন গল্লামারী ৪ নং কাশেম সড়কে জনৈক শেখ মোঃ সালাউদ্দিনের বাড়ীর ৪র্থ তলার একটি ফ্লাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ কোটি টাকা দাবী করে। এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগের প্রেক্ষিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তাদের গ্রেফতারের জন্য সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়। এসময় দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউর সাদাত জিয়া, জাতীয় নাগরিক কমিটির খুলনার সমন্বয়ক ইমন মোল্লা, মাহাবুব হাসান পিয়ারু, জয় হাসান এবং শাকির রহমানক গ্রেফতার করে। ভিকটিম ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে আটকাবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের ছেলে কৌশিক আহমেদের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২২, তারিখ-২৩/০৩/২০২৫খ্রিঃ, ধারা-৩৪২/৩৬৪/৩৮৫/৩৮৭ পেনাল কোড রুজু হয়েছে।