জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর জেলা বিএনপির সদস্য লাবিব উদ্দিন তালুকদার লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, পোগলদিঘা ইউপির প্যানেল চেয়ারম্যান লাল মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন গ্রাম, ওয়ার্ড থেকে আসা প্রায় ৫ হাজার নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।