আন্দোলনে আহতদের সম্মানে সিরাজগঞ্জে সেনাবাহিনীর ইফতার মাহফিল। বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে আহতদের সম্মানে সিরাজগঞ্জে সেনাবাহিনীর আয়োজননে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠের অস্থায়ী আর্মি ক্যাম্পে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ। দোয়া ও ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম বলেন, “জুলাই ২৪-এর আহতদের জন্য এই ইফতার তাদের বীরত্বের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই তরুণ যোদ্ধারাও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।” সেনাবাহিনী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে আহত ৪৭ জন অংশ নেন। এসময় তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।