কয়েক ধাপে আলোচনার পর সৌদি আরবে আবারও আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। সোমবার (২৪ মার্চ) এই আলোচনার লক্ষ্য ইউক্রেনে একটি ব্যাপক যুদ্ধবিরতির দিকে অগ্রগতি অর্জন করা।
আরব নিউজ জানিয়েছে, ইউক্রেন নিয়ে একটি বিস্তৃত চুক্তি নিশ্চিত করার আগে ওয়াশিংটন কৃষ্ণ সাগরে একটি ‘সমুদ্র যুদ্ধবিরতি’ চুক্তির দিকে নজর দিচ্ছে। এর আগে, গতকাল রবিবার ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। এরপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন তারা। আলোচনার পরিকল্পনা সম্পর্কে জানা একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন। হোয়াইট হাউস জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য কৃষ্ণ সাগরে একটি ‘সমুদ্র যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত থাকবে, যাতে জাহাজ চলাচলের স্বাধীন প্রবাহ নিশ্চিত হয়। এছাড়া বৈঠকে রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করছেন একজন প্রাক্তন কূটনীতিক এবং বর্তমানে ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রিগরি কারাসিন এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টরের উপদেষ্টা সের্গেই বেসেদা।