ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘তামিম কার্যত ছিলেনই না, হার্ট কয়েকবার পুরো কাজ বন্ধ করেছিল’

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা অনুমান করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল রীতিমতো মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গুরুত্ব দেননি তামিম। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমেই অবনতি হয় তার। এরই মধ্যে হাসপাতাল নিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। আপাতত তামিমের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি। তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাকই বললেন দেবব্রত মুখোপাধ্যায়। গদ্যকার, ক্রীড়া লেখক ও সাবেক ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তামিমকে বাঁচাতে ২২ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়েছে এবং তিনবার ডিসি শক (ডিফিব্রিলেশন) প্রয়োগ করা হয়। এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে, এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা।

তামিম বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান। বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথা বলতে পারছেন তামিম।

এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। ক্রিকেটবিশ্ব তার সুস্থতার জন্য প্রার্থনা করছে—ফিরে আসুন, তামিম!