মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৪ মার্চ ) মধ্যরাত হতে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৩ টি জাল তৈরির কারখানা, ২ টি গোডাউন ও ১ টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিচ সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ বলেন, মোবাইল কোর্ট মাধ্যমে প্রায় ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়। মামলা হয়েছে কিনা জানতে চাইলে প্রশ্নের জবাবে বলেন, আমরা অনেকগুলো মামলা নিয়েছি, মামলার অগ্রগতি হয়নি। আরও দৌঁড়াদৌঁড়ি করতে হয়। তাই মামলা করা হয়নি। কাউকে আটক করাও হয়নি।