ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ‘সুর’ মসজিদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জরাজীর্ণ অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দিনাজপুরের তেলিপাড়ার প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুর মসজিদ।রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হচ্চে মসজিদের মূল কাঠামো। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দুরে মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা মৌজাস্থ্য তেলিপাড়া গ্রামে কালের সাক্ষী দাড়িয়ে থাকা প্রাচীন মসজিদটির অবস্থান। দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্ত ১২ ফুট, ভিতরের প্রস্থ আটফুট। দেয়ালে রয়েছে তিনটি দরজা, আর পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহেরাব। এছাড়াও তিনটি গোলাকার ছোট গম্বুজ রয়েছে মসজিদটিতে। ছোট ছোট ইট দিয়ে নির্মিত মসজিদের দেওয়ালে নিপুন হাতে তৈরি বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে। মসজিদটির সৌন্দর্য্য বৃদ্ধিতে কোনো কমতি রাখেনি নির্মাণকারীরা। এর নির্মাণ শৈলী দেখে অভিজ্ঞ মহলের ধারনা মোগল আমলে নির্মিত। স্থানীয়রা এটাকে সুর মসজিদ বলে জানেন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম বলেন, মসজিদটি দীর্ঘকাল পূর্বে নির্মিত হলেও সেখানে নামাজ আদায় হয় না। অর্থাৎ যুগ যুগ ধরে মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মসজিদ চত্বরে বার্ষিক ঈদের নামাজ আদায় হয়ে থাকে। প্রাচীন এই মসজিদটি সম্পূর্ণ অরক্ষিত অবস্তায় রয়েছে। ফলে বর্তমানে মসজিদের দেওয়ালের বাইরে কারুকার্যসহ মসজিদের দেওয়ালগুলি বিনষ্ট হতে চলেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, এলাকায় জনশ্রুতি রয়েছে মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছে। স্থানীয় মুরুব্বিদের কাছে শুনেছি এই মসজিদের বয়স প্রায় চারশো-সোয়া চারশো বছর হতে পারে বলে ধারণা করে তারা। মসজিদটির রক্ষণাবেক্ষণ দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। প্রাচীন এ নিদর্শনটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।