ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গৌরি আসতেই আমিরের জীবন বদল

বিনোদন ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দুই বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয়, তারপর থেকেই শুরু প্রেমের। গৌরী জীবনে আসতে শান্তি খুঁজে পেয়েছেন আমির। কারণ গত চার বছর ধরে আমিরের ‘ফিল্মোগ্রাফ’-এ কোন সাফল্য নেই। তার মধ্যেই দাম্পত্য ভাঙার যন্ত্রণা।

এ বার গৌরী জীবনে আসতেই নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন আমির। তিনি ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন। তবে ২০২২ সালে তার অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। সাময়িক বিরতি নিয়ে ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু রয়েছে কিছু শর্ত। প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছয়টি নতুন ছবির কাজ হাতে নেন। আমির বলেন, এর আগে জীবনে কোন দিন একসঙ্গে আমি ছয়টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। পরে ভেবেছিলাম হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এমন সিদ্ধান্ত নেই। আসলে আমির একেবারে স্পষ্টই জানান, ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে তিনি আর ভাবিত নন। তার মতে, আমি এমন কোন কাজ করবো না, যা এই নিশ্চয়তা দেবে যে ছবি মুক্তি পেলেই ১০,০০০ কোটির ব্যবসা করবে। বরং আমি সেই কাজই হাতে নেব যেটা করে আমি উজ্জীবিত হব।