ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদল সভাপতিকে হত্যা : বিচারের দাবীতে মিছিল ও হামলাকারীদের ঘর পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

মাদারীপুর জেলা প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবী উত্তাল হয়ে উঠছে শহর। হত্যাকারীদের বিচারের দাবীতে মরদেহ নিয়ে দুই দফায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এদিকে নিহতের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শাকিল নিহত হওয়ার খবর ছড়িয়ে পরলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকাবাসী হামলাকারীদের ৪টি ঘর পুড়িয়ে দেয়। এদিকে সোমবার বিকালে মাদারীপুর সদর হাসপাতালে শাকিলের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে শাকিলের মরদেহ নিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর শাকিলের নিজ এলাকায় জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়। ঘটনায় পরে এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদার। তার এক ভাই ওরম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। অপর ভাই লিটন যুবলীগ নেতা। তারাই শাকিলকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, শাকিলকে আওয়ামী লীগের দোসররা খুন করেছে। এই হত্যার সাথে লিটন হাওলাদার, আনোয়ার হাওলাদার, আলাউদ্দিন নপ্তী, আকমল হোসেন খান জড়িত। নিহত শাকিলের ভাই মাদারীপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান মুন্সি বলেন, আমার ভাই শাকিলকে প্রতিপক্ষ লিটন, আল আমিন, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে। এরা সবাই আওয়ামীলীগের লোকজন। আমি এই হত্যার বিচার চাই। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ এঘটনার থানায় অভিযোগ দেয়নি। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।