ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ অজ্ঞান ২০ ছাত্রী

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

Gopalganj-studentগোপালগঞ্জ প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ২০ ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে বিদ্যালয় চলাকালীন ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। ওই অবস্থায় তাদের পরে ভর্তি করা হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণীর ওই ক্লাসে প্রথমে জান্নাতি খানম (১২) নামে এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এরপর পর্যায়ক্রমে একইভাবে অজ্ঞান হয়ে পড়ে অন্তত ২০ জন ছাত্রী।
পরে হাবিবা খানম (১২), কেয়ামনি (১২), ফাতেমা খানম (১৩), ঝুমা(১৫), নুপুর (১৪), সুইটি (১৪), সেতু (১১), শম্পা (১৪), শিমু (১৪), ফাতেমাকে (১২) পাশের জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান রিজভী জানান, দুপুর ১টার দিকে ক্লাস চলাকাল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর অন্তত ২০ জন ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। এর মধ্যে ১১ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাকিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুমার কুণ্ড বলেন, এটা কোনো রোগ নয়, মনএটি কোন রোগ নয়, এটি মনোস্তাত্মিক সমস্যা।