ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বীমা শিল্পের উন্নতির অন্তরায় বিশৃঙ্খলা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদকM-Shefaq

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সদস্যদের অনিয়ম ও বিশৃঙ্খলা  বীমা শিল্পের উন্নতিতে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন আইডিআরের চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
মঙ্গলবার বিআইএর স্থায়ী কার্যালয় পরিদর্শনকালে শেফাক আহমেদ এ মন্তব্য করেন।
আইডিয়ারের চেয়ারম্যান বলেন, ‘সদস্যদের অনিয়ম বিশৃঙ্খলা দূর করার জন্য বিআইএর দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভেতর থেকে সংস্কার আসতে হবে, সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আইডিআর উন্নয়নের সহযোগি ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে সদস্যদের ভেতর থেকে তাগিদ না এলে সব চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’
এর আগে তিনি আইডিআরের নিয়মিত সভায় অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে বেশ কিছু সিন্ধান্ত নেয়া হয়। যার মধ্যে রয়েছে- কোম্পানিসমূহের কার্যক্রম ডিজিটালাইজড করা, প্রশিক্ষিত জনবলের অভাব দূর করা, অভিযুক্ত কোম্পানিকে কঠোর শাস্তির মুখোমুখি করা এবং এ খাতের সংস্কার কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।
এ সময় তিনি প্রশিক্ষিত জনবলের জন্য বীমা একাডেমিকে একটি প্রতিষ্ঠানে রুপান্তর করে বিআইবিএম এর আদলে চালানোর জন্য সরকারের কাছে প্রস্তাব করার কথাও উল্লেখ করেন। এ সময় বিআইএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।