জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে গভীর রাতে তিন ছাত্রদল নেতাকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হল থেকে বের করে দেয়া হয়।
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুলসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সৈকত (সরকার ও রাজনীতি বিভাগ, ৩৯তম ব্যাচ), যুগ্ম আহ্বায়ক আবু নাঈম সাইফ (সরকার ও রাজনীতি বিভাগ, ৩৯তম ব্যাচ) ও আল বেরুনী হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৈকির আহমেদকে (ইতিহাস বিভাগ, ৩৯তম ব্যাচ) হল থেকে চলে যেতে বলেন।
ছাত্রলীগের পক্ষ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৯তম ব্যাচের নেতাকর্মীরা কয়েকদিন আগে সভা করে এক সঙ্গে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সভা শেষে ৩৯তম ব্যাচের সব ছাত্রদলের নেতাকর্মীদের একটি ছবি ফেসবুকে ‘জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এই আইডি থেকে পোস্ট করেন। এ জন্যই তাদের হল থেকে চলে যেতে বলা হয়েছে।