ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চবির হল থেকে অস্ত্র উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্যার এফ রহমান হল থেকে সাতটি রামদা, ১০টি লোহার পাইপ, কেরোসিন তেল ও শিবিরের চাঁদার রসিদ উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

Cabiবিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, সোমবার রাত ১০টার দিকে এএফ রহমান হলের বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়। এসব কক্ষ থেকে সাতটি রামদা, ১০টি লোহার পাইপ, কেরোসিন তেল ও শিবিরের চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল এ প্রসঙ্গে বলেন, ‘সহকারী প্রক্টরের উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিবিরকর্মীরা শিক্ষক বাসে হামবোমা ও পাথর ছুঁড়ে মারে। এ ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪ জন আহত হন।
ঘটনার পরের দিন রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ৯৫ জনকে আসামি করে দুটি মামলা করে। এ ঘটনায় ক্যাম্পাসে কয়েক দফা তল্লাশি চালায়।