ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছর পর রিয়াজ-বিজরী

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

Riaz-Vai-andবিনোদন ডেস্ক

ছয় বছর পর একসঙ্গে একই নাটকে অভিনয় করছেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ ও টিভি অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। শাহ মোঃ নাঈমুল করিমের রচনা ও সহীদ-উন-নবীর পরিচালনায় ‘স্পাই এজেন্সী’ নামে একটি ঈদ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাদের।
রিয়াজ বলেন, ‘ বিজরীর সঙ্গে এর আগেও অভিনয় করেছিলাম , তিনি খুব সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তাছাড়া সহীদ উন নবীর নির্দেশনায় এর আগেও আমি অভিনয় করেছিলাম। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। এই নাটকটিও আশাকরি অনেক ভালো হবে।’Riaz-Vai-and2বিজরী বলেন, ‘রিয়াজের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তিনি এতোটাই আন্তরিক যে কখনোই মনে হয়নি আমি একজন ফিল্ম স্টারের সঙ্গে কাজ করছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আমরা রিহার্সেল করে তারপর অভিনয় করেছি। যে কারণে অনেক প্রাণবন্ত অভিনয় হয়েছে।’
আসছে ঈদে নাটকটি চ্যানেলে নাইনে টানা ছয়দিন প্রচার হবে বলে জানান নির্মাতা।
রিয়াজ ও বিজরী ছয় বছর আগে মোহন খানের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন।