নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় উপলক্ষে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের সদস্যরা পোশাকে, সাদা পোশাকে মঙ্গলবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
পুলিশ হেড কোয়াটার্সের এআইজি (মিডিয়া) মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “নিজামীর মামলার রায় উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অপারেশন বিভাগ প্রস্তুত রয়েছে।” তিনি বলেন, “যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পয়েন্টে পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে ফোর্স থাকবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, রায় ঘোষণা উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার ভোর থেকে পোশাকে ও সাদা পোশাকে ডিবির টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমিসহ আশপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বলেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে সারা দেশে র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গোয়েন্দ নজরদারিতে বাড়ানো হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নজরদারিতে রাখা হবে।”