ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ অজ্ঞান তুরিন আফরোজ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Turin Afroz
নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।

বুধবার সকালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সাংবাদিক ও আইনজীবীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে দেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। তবে তিনি এখন সুস্থ আছেন।

এর আগে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা তো একটা প্রত্যাশা নিয়ে উচ্চ আদালতে আসি। আদালত যখন রায় দিয়েছেন তার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। যে রায়ই হোক উচ্চ আদালতের প্রতি সম্মানের আস্থা রয়েছে। এখানে খুশি বা না খুশি হওয়ার কিছুই নেই।’

তুরিন আফরোজ বলেন, ‘আমরা যেহুতু এই মুহূর্তে পূর্নাঙ্গ রায় পাইনি সুতরাং আমাদের পক্ষে বলা সম্ভব নয় কি ব্যাখ্যা বা কারণে তার সাজা কমানো বা বাড়ানো হয়েছে। রায়ের কপি পেলেই আমরা তা বলতে পারবো।’

বুধবার সকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।