নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া রায়কে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া এই রায়কে শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি।’
বুধবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এ সময় তিনি বলেন, ‘আইনের আলোকে আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা আমরা মেনে নিয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণেই এই রায়কে শ্রদ্ধা জানাচ্ছি।’
শাহাবাগ থেকে গণজাগরণ মঞ্চে সরিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমি চাইবো মুক্তিযুদ্ধ চলাকালে যারা আপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। রায়ে যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু গাড়ী বন্ধ করে কোনো প্রতিক্রিয়া নয়।’
জামায়াতের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘হরতাল দিয়েছে আমি এখনও শুনতে পাইনি। আমি জানতে পেরেছি রাজশাহী এবং সিলেটে জামায়াত শিবির মিছিল বের কারার চেষ্টা করেছিল তাদের বাধা দেয়া হয়েছে।’