পাবনা পা্রতিনিধি
পাবনায় জামায়াত-শিবিরের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।
বুধবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দুপুরে পাবনা শহরে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শহরে জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ইন্দিরা মোড়ে পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। সংঘর্ষে জামায়াত-শিবিরের ১০/১৫ জন নেতাকর্মীরা আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাবনা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রেজাউল করিম বলেন, ‘সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা পুলিশের সহায়তায় মিছিলে হামলা ও গুলি চালায়। এসময় আমাদের ১০/১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেকেই গুলিবিদ্ধ আছেন।’
এদিকে জামায়াত-শিবিরের মিছিলে হামলার বিষয়ে পাবনা সদরের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ বলেন, ‘জামায়াত- শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা মিছিলের নামে শহরে নাশকতা ও জানমালের ক্ষতি করার পায়তারা করছিল। উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেছে মাত্র।’
এ ব্যাপারে পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জামায়াত-শিবিরের সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ঠেকাতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি করেছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।
এদিকে সাঈদীর বিরুদ্ধে অপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম সাইদুল হক চুন্নু ও রেজাউল রহিম লালের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের আব্দুল হামিদ রোডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর আগে সাঈদীর রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে জেলার ৬ থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে এবং জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল চলাকালে আরও এক জনকে আটক করে পুলিশ।