ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর রায়ে পিরোজপুরে মিশ্র প্রতিক্রিয়া

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিSayeedi

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের পর জেলার বিভিন্ন বিশিষ্টজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান তারা।
সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ার তার ছোট ছেলে মাসুদ বিন সাঈদী জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নয়। এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। তাই পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা আপিল করবেন।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাশ বাচ্চু বলেন, ‘এটি সর্বোচ্চ আদালতের দেয়া রায়। এ রায়ের ব্যাপারে আমরা খুশি বার অখুশি যা-ই হইনা কোনো মন্তব্য করতে রাজি নই।’
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু বলেন, ‘এতে জনগণের আশা পূরণ হয়নি। আগের রায় বহাল থাকলে আমরা খুশি হতাম। তবু এটি সর্বোচ্চ আদালতের রায়। আমাদের মেনে নিতেই হবে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, তারা যে দলেরই হোক সব মানববতাবিরোধী অপরাধীদের বিচার চান। তবে সাঈদীর রায় সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এছাড়া সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।